Saturday, October 4, 2014

আয়না  আমার আগুন রঙ্গা পাখি
আজ তোকে দুগ্গা বলে ডাকি
তোর চোখে বহু দুর থেকে
আজো অনেক স্বপ্ন এঁকে...
আমার লড়াই মিছিল তোর থেকেই শেখা
আর পাগল হয়ে বাঁচার স্বপ্ন দেখা

তোর কাজল কালো চোখ
আর খুব সহজ সেই হাসি
তোর তীব্র অবাধ্যতা,
আমি তোর টানেই ফিরে আসি ।
তোর দুচোখ ভরে আজো
সেই খামার বেঁচে থাকে
এখনো তোর কন্ঠ
আমার বুক কাঁপিয়ে ডাকে ।

মেয়ে তোর মরণ নেইযে আজো
যুগ যতো কেটে যায়
আমি মরেও আবার উঠবো বেঁচে
আমি পড়েও আবার দাড়াব উঠে
শুধু  তোর অপেক্ষায় ।